ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৪

মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাবিনুর রহমান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

নিহত হাবিনুর রহমান উপজেলার মাচাইন গ্রামের টুলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে স্থানীয় মাচাইন মাজার শরিফের উরস অনুষ্ঠানে উপজেলার বাস্তা ও নাওডুবি গ্রামের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মাজার কমিটির লোকজন ও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পরে ওই ঘটনার জেরে আজ দুপুরে হাবিনুরকে একা পেয়ে বেশ কয়েকজন যুবক তাকে মারধর করেন।

একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার শরীরে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানার ওসি শাহ নূর-এ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বি এম খোরশেদ/এসআর/জেআইএম