নারী চিকিৎসককে হয়রানি করে কারাগারে যুবক
কুষ্টিয়ার দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন (২৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ এ আদেশ দেন। পরে দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সাগর হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিপ্লব হোসেনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ওই যুবক আমাদের এক নারী চিকিৎসককে হয়রানি করে আসছিলেন। এর আগেও তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, হাসপাতালের এক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন নামের ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আল-মামুন সাগর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ২ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৩ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৪ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন
- ৫ জমজমাট খেজুর গুড়ের বাজার, দেড়শ কোটি টাকা বিক্রির আশা