ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০২৪

আজ মধ্যরাত থেকে আগামী তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকবে। বুধবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, হ্রদের পানি কম থাকায় এ বছর ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।

তিনি জানান, জেলেরা যাতে খাদ্য সহায়তা পায় সে বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আশা করছি যথা সময়ে খাদ্য সহায়তা পৌঁছে যাবে।

বিএফডিসির সূত্র জানায়, এ বছর হ্রদ থেকে মাছ অবতরণ হয়েছে সাত হাজার ৬০০ মেট্রিক টন। যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। মাছ শিকার বন্ধ হলেও শুঁটকি মাছ আরও দুটি অবতরন চলবে। গত বছর জেলার চার অবতরণ কেন্দ্রে পাঁচ হাজার ৫০৪ মেট্রিকটন মাছ অবতরণ হয়। যা থেকে রাজস্ব আদায় হয় ১১ কোটি ২৫ লাখ টাকা।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস