ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাবদাহে সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

শরীফুল ইসলাম | চাঁদপুর | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৪

চাঁদপুরে গত কয়েকদিনের টানা দাবদাহে মৌসুমী সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সবজির আবাদ টিকিয়ে রাখতে এরইমধ্যে ওষুধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা। তবে সবজি ভালো রাখতে কৃষকদের সার্বিক পরামর্শের আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ।

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকাসহ বিভিন্ন স্থানের কৃষি মাঠগুলো ঘুরে দেখা গেছে, গরমের কারণে সবজি ক্ষেতগুলোতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। কোনোটির পাতা জ্বলে গেছে, আবার কোনোটিতে পোকা ধরেছে।

দাবদাহে সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

কৃষকরা বলছেন, মাঠে এ বছর বোরো ধানের পাশাপাশি পাট, ভুট্টা, চিচিঙ্গা, করলা, কচু, ঢেঁড়স, ডাটা, পুঁইশাক আবাদ করেছেন তারা। পানির অভাবে অনেক কচুর জমি শুকিয়ে গেছে। যার ফলে কচু গাছগুলোর পাতা শুকিয়ে লাল হয়ে যাচ্ছে। অধিক তাপে ভুট্টা গাছগুলোও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে।

ঘোষেরহাট এলাকার কৃষক লতিফ মাল জানান, প্রায় বিশ শতাংশ জমিতে করলা আবাদ করেছেন তিনি। টানা কয়েকদিনের গরমে করলা পেকে নিচে পড়ছে এবং গাছের পাতাগুলো মরে যাচ্ছে।

দাবদাহে সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের কৃষক জসীম উদ্দীন বলেন, উন্নত বীজ ব্যবহার করে একাধিক জমিতে চিচিঙ্গা ও করলা আবাদ করেছেন। এখন পর্যন্ত সবজির জমিগুলো মোটামুটি ভালো আছে। তবে আরও গরম পড়লে ক্ষতির সম্মুখীন হবেন।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, চাঁদপুর জেলায় বোরো ধান আবাদে কোনো ধরনের সমস্যা নেই। ফলন ভালো হয়েছে। তবে টানা কয়েকদিনের তাপদাহে সবজির ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টি না থাকায় এবং জমিতে পানি না দেওয়ার কারণে সবজির ক্ষতি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তাদের সবজির ফলন ভালো রাখার জন্য মাঠে থাকতে নির্দেশনা প্রদান করেছেন।

এফএ/এমএস