ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইলে কথা বলা অবস্থায় হাঁটছিলেন রেললাইনে, ট্রেনের ধাক্কায় নিহত

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২০ এপ্রিল ২০২৪

লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে মোবাইলফোনে কথার সময় ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘণ্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলী ছেলে।

আব্দুল রাজ্জাক রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসি পদে চাকরি করতেন।

খোঁজ নিয়ে জানা যায়, মোবাইলে কথা বলা অবস্থায় ঘণ্টি বাজারের রেললাইন দিয়ে হাঁটছিলেন আব্দুর রাজ্জাক। এসময় লালমনিরহাটগামী ৫৬ নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। আব্দুর রাজ্জাক ওই এলাকার হুমায়ুুন কবির রুবেলের বিয়ে অনুষ্ঠানের দাওয়াতে এসেছিলেন।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘রাজ্জাক আমাদের রেলের স্টাফ ছিলেন। বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।’

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওয়ানা করছি।

রবিউল হাসান/এসআর/এএসএম