ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরবঙ্গের চোর সর্দার ফরিদুল গ্রেফতার

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২০ এপ্রিল ২০২৪

নীলফামারীর জলঢাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি কুখ্যাত চোর ফরিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। ফরিদুল উপজেলার ছিট মীরগঞ্জ বালাগ্রাম এলাকার মো. ইউনুস আলীর ছেলে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত চোর ফরিদুলকে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জলঢাকার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজার থেকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, জেলায় বেশিরভাগ চুরির ঘটনায় মূলহোতা হিসেবে ফরিদুলের নাম বহুল আলোচিত। ফরিদুলের বিরুদ্ধে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল, গরুসহ দোকানপাটে চুরির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ফরিদুলকে উত্তরবঙ্গের চোরদের মূলহোতা বা সর্দার বলা হয়। তিনি রংপুর বিভাগের মোটরসাইকেল, দোকান ও গরুচুরি চক্রের প্রধান হোতা। একটি বিরাট সংঘবদ্ধ চোর চক্র তার হাতে নিয়ন্ত্রিত। তাকে ছয়মাস ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে অবশেষে জলঢাকা থানা পুলিশের একটি চকৌশ দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২১টি চুরির মামলা রয়েছে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদুল একজন কুখ্যাত গরু ও মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক চুরির মামলা চলমান রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার আদালতে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।

ইব্রাহিম সুজন/এফএ/এমএস