ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লোকসভা নির্বাচন

তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

ভারতের জলপাইগুড়ি আসনে লোকসভা নির্বাচন আগামী শুক্রবার (১৯ এপ্রিল)। নির্বাচনের কারণে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় আমদানি-রপ্তানির পাশাপাশি বন্ধ থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট। ফলে ১৭ এপ্রিল বুধবার থেকে ১৯ এপ্রিল পর্যন্ত উভয় দেশের মধ্যে ভ্রমণকারীরাও যাতায়াত করতে পারবেন না।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।

এদিকে, আকষ্মিক ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ঘোষণায় দুর্ভোগে পড়েছেন জরুরিভাবে ভারত যাতায়াতকারী ভিসাধারীরা।

বুধবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক ভিসাধারী যাত্রী বাংলাবান্ধা ইমিগ্রেশন থেকে ফেরত গেছে। তাদের মধ্যে ব্যবসায়ী, পর্যটকসহ রোগীও ছিলেন।

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ভারতে নির্বাচনের কারণে ১৭ থেকে ১৯ এপ্রিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২০ এপ্রিল শনিবার সকাল থেকে সব কার্যক্রম আবারও চালু হবে।

আকষ্মিক ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধে দুর্ভোগের কথা স্বীকার করে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধীকারী বলেন, ভারতের জলপাইগুড়ি জেলা মেজিস্ট্রেট স্বাক্ষরিত একটি চিঠিতে ফুলবাড়ি চেকপোস্ট তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। ভারতের নির্বাচনের জন্য কোনো যাত্রী নিতেও পারবে না, দিতেও পারবে না। বন্ধের বিষয়টি আগে থেকে জানাতে না পারায় বুধবার সকাল থেকে অনেকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ফিরে গেছেন।

সফিকুল আলম/এএইচ/এমএস