বান্দরবানে সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্য কারাগারে
বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন, বান্দরবান সদরের ৪ নম্বর সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড ফারুক পাড়া এলাকার লাল টুয়ান বমের ছেলে টাইসন বম (২৩) ও সানকিম বমের ছেলে ভান খলিয়ান বম (৩৭)।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে কারাগারে পাঠানো হয়। এ মামলায় এর আগে ৬৫ জনকে কারাগারে পাঠানো হয়।
আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পিয়েল পালিত জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস