ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভূমিমন্ত্রী

পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য-সংস্কৃতির অংশ

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৪

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিনে বাঙালিরা পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেয়। নতুন বছরের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে।

রোববার (১৪ এপ্রিল) সকালে খুলনার ডুমুরিয়া যুব সংঘ মাঠে পহেলা বৈশাখের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পহেলা বৈশাখের এ ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। কোনো জাতি যদি তার ইতিহাস বা সংস্কৃতি ভুলে যায় তা হলে সেই জাতি বেশিদিন টিকে থাকতে পারে না। নববর্ষের উৎসব বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে জড়িত। ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম