ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবান

সন্ত্রাসবিরোধী অভিযান চলমান এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৪:২০ পিএম, ১২ এপ্রিল ২০২৪

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার যে সব এলাকায় যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান বা চলবে ওই এলাকার সব পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী অভিযান চলমান এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, রুমা-রোয়াংছড়ি ও থানচি এলাকার সব হোটেল মালিকদের পর্যটক বা ভ্রমণকারীদের হোটেল রুম ভাড়া না দেওয়া, যৌথ অভিযান পরিচালিত এলাকার কাছাকাছি পর্যটন স্পটে তাদের না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম