ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের দিন সড়কে উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:৫০ এএম, ১২ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধযানে উচ্চস্বরে গান-বাজনা এবং মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহী থাকার অপরাধে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে তাদের ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন।

তিনি বলেন, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইন অমান্য করে শিবগঞ্জ-সোনামসজিদ সড়কে অবৈধযান ভটভটিতে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান-বাজনা এবং এক মোটরসাইকেলে তিনজন যাতায়াত করার অপরাধে ৫ জনের বিরুদ্ধে মামলা করে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে ৮ এপ্রিল একটি গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ উপজেলায় ঈদ ও নববর্ষ উদযাপনে আতশবাজি, সড়কে অবৈধযান ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ।

সোহান মাহমুদ/এমএইচআর