হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে এ মিষ্টি উপহার দেওয়া হয়।
বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার জাসবির শিং হাতে উপহারের মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। এর পরে তারা দুবাহিনীর পক্ষে একে অপরের সহিত কুশল বিনিময় করেন।
হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বলেন, সীমান্তে দুই বাহিনীর মাঝে সোহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতত্ববোধ বজায় থাকে। বিরাজমান সম্পর্ক যেন আরও জোরদার হয় সে লক্ষ্যেই প্রতিবছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন