ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৫২ কেএনএফ সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

বান্দরবানের রুমা ও থানচিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫২ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) তিন দফায় আসামিদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। পরে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৫২ কেএনএফ সদস্য কারাগারে

আসামিরা হলেন থানচির ভান লাল বম, রোয়াংছড়ির ভানুনুন নুয়াম বম, থানচির জেমিনিউ বম, আমে লনচেও বম, রুমার ভানলাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়ল কমলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), লাল রাম তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫), জৌনুন সাং বম (৪৫), বান লাল সম (৩৩), লালদাম লিয়ান বম (৩৬), রেম থন বম (৩০), সাপলিয়ান থাং বম (২১), লম জুয়েল লম (৫০), পাসুম বম (৪৪), লাল শাওসম বম (৩৭), বানরোয়াথ ময় বম (২৩), লাল রোয়াই বম (৫২), লাল কিমপার বম (৪০), লাল রোয়াই বম (৫২), লাল কিম পার (৪০), লাল রোয়াথ লন বম (৪৫), লাল প্লেং কিম বম (২৯), রৌসাং লিয়ান বম (৩০), লাল পাংপুই বম (২০), বারৌ সাং বম (৩০), লাল ইমানুয়েল বম (৪৩), লাল কিম সাং বম (২৫), সুনপার লিয়ান বম (৩৩), জেমস মিল্টন বম (৩৪), রাম থাম লিয়ান বম (১৯), মেলরী বম (২৬), জিং রোল এং বম (৩০), বান রিম কিম বম (৩৫), লেরী বম (২৩), নেমপেল বম (৩৮), লাল তানহকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), লাল নুন কিম বম (২৫), লাল নুন রম (২৩), লাল নু এং বম (১৯), টিনা বম (১৯), লাল নুন জির বম (৩৩), জিংরেম বম (২০), আলমন বম (২৩), ঙানইন কিম বম (৩০), লালসিংপার বম (২৬) ও শিউলি বম (২১)। তারা সবাই থানচি ও রুমার বাসিন্দা।

আরও পড়ুন

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৫২ কেএনএফ সদস্য কারাগারে

এর আগে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় এ ৫২ জনকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।

কোট পুলিশ পরিদর্শক এ কে ফজলু হক ৫২ কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তার আগে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওচিম বম ও ডাকাতিতে ব্যবহৃত জিপগাড়ির চালক কফিল উদ্দিন সাগরকে কারাগারে পাঠান আদালত।

নয়ন চক্রবর্তী/এসআর/এমএস