ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নেই যানজট, যাত্রীদের স্বস্তি

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। এতে স্বস্তিতে গন্তব্যে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নেই যানজট, যাত্রীদের স্বস্তি

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে বলেন, মহাসড়কে গত দুদিনের তুলনায় আজ যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই।

এবার উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা ও হাইওয়ে পুলিশের আট শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নেই যানজট, যাত্রীদের স্বস্তি

জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে গন্তব্যে ফিরছিলেন পোশাকশ্রমিক আফরোজা বেগম। তিনি জাগো নিউজকে বলেন, ‘বাসে অতিরিক্ত ভাড়া ও সিট না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে উঠেছি। এতে একটু কষ্ট হলেও কম ভাড়ায় বাড়িতে যেতে পারছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নেই যানজট, যাত্রীদের স্বস্তি

এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে জানান, এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে তিন কোটি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

এম এ মালেক/এসআর/এমএস