ভোলায় কালবৈশাখীতে শতাধিক ঘর বিধ্বস্ত, নিহত ১
ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় কালবৈশাখীতে শতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। দেওয়াল চাপা পড়ে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন দুজন।
রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড় আঘাত হানে।
নিহত ব্যক্তির নাম হারিস আহমেদ। তিনি লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভিক্ষা করতে এসে ঝড়ের কবলে পড়েন হারিস আহমেদ। এসময় মনির হোসেন নামের এক ব্যক্তির বসতঘরের সামনে আশ্রয় নেওয়ার সময় দেওয়াল চাপা পড়েন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম ও মনপুরা ইউএনও জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। পরবর্তী সময়ে তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস