ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে এখনো দরিদ্র-নিম্নআয়ের মানুষ আছে: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ৩০ মার্চ ২০২৪

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রমজানে অসাধু ব্যবসায়ী, মুনাফাখোররা যাতে নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়াতে না পারেন, সেই নজরদারি রাখার জন্য প্রধানমন্ত্রী নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দীপু মনি আরও বলেন, আমাদের সমাজে এখনো কিছু পরিমাণ দরিদ্র রয়েছে। আমরা এর পরিমাণ এখনো শূন্যের কোটায় নামিয়ে আনতে পারিনি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছি। কাজেই এখনো দরিদ্র ও নিম্নআয়ের মানুষ আছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সস্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, পৌর মেয়র জিল্লুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আরাফাত সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম