ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শনে ভুটানের রাজা

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৮ মার্চ ২০২৪

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে জেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে মাধবরাম এলাকায় পরিদর্শনে যান তিনি।

পরে তিনি সড়ক পথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ভুটানের রাজা ১৪ সদস্যের সফর সঙ্গী নিয়ে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করেন। পরে সড়ক পথে দুপুর পৌনে ১২টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছেন। সেখানে মধ্যাহ্নভোজন শেষে দুপুর দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

কুড়িগ্রাম,অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শনে ভুটানের রাজা

এ সময় তথ্যমন্ত্রী এম এ আরাফাত, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য ডা. হামিদুল হক খন্দকার, সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম