ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৬ মার্চ ২০২৪

মাদারীপুরের শিবচরে কলেজছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছেন ১০ শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে নিজ নিজ এলাকায় ফিরছিলেন ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। এসময় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার রবীন্দ্র সরোবরের সামনে এলে একদল বখাটে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় হামলা চালায় বখাটেরা। এতে ১০ শিক্ষার্থী আহত হন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে থানায় এখনো কেউ অভিযোগ দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন। বিষয়টি তিনিই সমাধান করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ আল মামুন বলেন, দুই পক্ষকেই ডাকা হয়েছে। বিস্তারিত শুনে এর সমাধান করা হবে। যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর