ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে চলছিল মাদক বেচাকেনা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৬ মার্চ ২০২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক কারবারের দায়ে আবদুল হাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুল হাই সুমন কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের হোসেন আলী ডাক্তার বাড়ির মাহবুবুল হকের ছেলে। তার বিরুদ্ধে করিবহাট থানায় মামলা হয়েছে।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কবিরহাট সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সামনে মাদক বেচাকেনার খবরে অভিযান চালায় ডিবি। এসময় বিক্রির জন্য অপেক্ষারত আবদুল হাই সুমনকে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/