ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৪ মার্চ ২০২৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মার্চ) রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

তারা হলেন, নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) ও একই গ্রামের বিশ্বেশ্বর বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস (৬৫)

উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে কালু শেখ জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে একই গ্রামের হারুন মোল্লার জমিতে দেওয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তার স্ত্রী খুঁজতে গিয়ে দেখেন জমিতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।

অন্যদিকে একই গ্রামের সোনাতন বিশ্বাস বিদ্যুতের তারে জড়িয়ে লোক নিহতের ঘটনা শুনে দেখতে যাবার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে দেওয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরএইচ/জেআইএম