ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্লিনিকে নেই পর্যাপ্ত যন্ত্রাংশ, আড়াই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৩ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পর্যাপ্ত লোকবল ও যন্ত্রাংশ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ক্লিনিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে রহনপুর কলোনি বাজারের আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও পুরাতন বাজারের জমজম নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী যে ধরনের অবকাঠামো, লোকবল ও যন্ত্রাংশ নিয়ে ক্লিনিক পরিচালনার কথা রয়েছে, তা না থাকায় এ জরিমানা করা হয়েছে।



এ বিষয়ে নিশাত আনজুম অনন্যা জাগো নিউজকে বলেন, ক্লিনিকের পরিবেশ মোটেও স্বাস্থ্যকর নয়। এছাড়া ক্লিনিকের নামে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে ক্লিনিক দুটিকে জরিমানা করা হয়েছে।

অভিযানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/এনআইবি/এএসএম