মেহেরপুরে ক্লিনিক মালিকের এক বছর কারাদণ্ড, লাখ টাকা জরিমানা
মেহেরপুরের গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ দণ্ডের ঘোষণা করেন। পরে অভিযুক্তকে পুলিশি প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, রোববার সন্ধ্যায় দেবীপুর গ্রামের সেলিম রেজার স্ত্রী পান্না খাতুনের প্রসব বেদনা শুরু হলে গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। স্বাভাবিকভাবে সন্তান প্রসব না হওয়ায় অপারেশনের সিন্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ডাক্তার আবু সালেহ ইমরান অপারেশন করেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন:
পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারকে জানান রোগীর পরিবার। এ প্রেক্ষিতে সোমবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, মেহেরপুর সিভিল সার্জন মহিউদ্দীন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি পরিদর্শনে যান।
এ বিষয়ে নাদির হোসেন শামীম জানান, লাইসেন্স নাবায়ন না করাসহ নানা ধরনের অনিয়মের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করা হয়।
আসিফ ইকবাল/এনআইবি/এএসএম