ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ওসির মৃত্যু : ৮শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪১

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে একশ’ জনের নাম উল্লেখ অজ্ঞাত ৮শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বাদি হয়ে এ মামলা করেন।

সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত ৪১ জনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, কুমিল্লার সদর উপজেলার মোগলটুলী গ্রামে ওসি মোস্তাফিজুর রহমানের লাশ দাফন করা হয়েছে। সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া কুমিল্লায় মোস্তাফিজুর রহমানের জানাযায় অংশ গ্রহন করেছেন।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে শশুরের গ্রামের বাড়িতে ও দুপুর ২টার দিকে কুমিল্লা শহরের শাহ সোজা মসজিদে মোস্তাফিজুর রহমানের জানাযা অনুষ্ঠিত হয়।

এ সময় কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন, স্থানীয় পুলিশ সুপার, পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, আওয়ামীলীগ, জাতীয়পার্টিসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা জানাযায় অংশ গ্রহন করেন। এর আগে সিলেট পুলিশ লাইনস মাঠে প্রথম দফা ও ওসমানীনগর থানা প্রাঙ্গনে দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়।