ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার পাশেই দাফন করা হবে অবন্তিকাকে

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৬ মার্চ ২০২৪

সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে আত্মহত্যাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে বাবার কবরের পাশেই সমাহিত করা হবে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে অবন্তিকার বড়ভাই অপূর্ব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অবন্তিকার ময়নাতদন্ত শেষ হলে দুপুর ২টার দিকে পুলিশ মরদেহ হস্তান্তর করবে। এরপর কুমিল্লার বাগিচাগাঁওয়ে নিজ বাড়িতে মরদেহ আনা হবে। বিকেল ৩টায় কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে নগরীর বাগিচাগাও পিসি পার্ক স্মরণিকা ভবনের দ্বিতীয় তলায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম