ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতের আঁধারে খাল পাড়ের সরকারি জমি দখল

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৬ মার্চ ২০২৪

সারাদিন রোজা শেষে সবাই যখন তারাবি নামাজ আদায় করছে। ঠিক সেই সময় সরকারি খাল পাড়ের জমি দখলে ব্যস্ত একদল মানুষ। শুক্রবার (১৫ মার্চ) রাতের আঁধারে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া সাপমারা খালের পাড়ে বেড়া দিয়ে দখলে নিয়েছে একটি প্রভাবশালী চক্র।

সরেজমিনে দেখা গেছে, সখিপুর বাজার ও পারুলিয়া সংযোগ ব্রিজের উত্তর পাশের খালের পাড়ের জমিতে বেড়া দিয়ে দখলে নিয়েছে প্রভাবশালীরা। সবাই যখন তারাবি নামাজে ব্যস্ত ঠিক সেই সময় তারা বাঁশের তৈরি বেড়া দিয়ে দেয় ওই স্থানটিতে।

স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এই সাপমারা খালটি কয়েক বছর আগে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়। সেসময় খালের পাড়ে অসংখ্য স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। তৎকালীন সময় সরকারি খালের পাড়ের দখলদারদের উচ্ছেদে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। আবারও ফিল্মি স্টাইলে খালের পাড় দখল করে স্থাপনা করার চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, স্থানীয় কয়েকজন বিষয়টি আমাকে জানিয়েছে। সকালে এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস