ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাকিস্তানে স্কুলে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৪

পাকিস্থানে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের বর্বরোচিত হামলায় শতাধিক শিশুসহ দেড় শতাধিক মানুষ নিহতের প্রতিবাদে বগুড়া শহর জামায়াত বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল করেছে।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের খান্দার এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়।

শহর জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী, সাবেক ছাত্রনেতা শাহীন মিয়া, হোসাইন মোহাম্মদ মানিক, শিবির নেতা সাব্বির শাহরিয়ার শুভ, সফিকুল ইসলাম সফিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইসলামের নাম ব্যবহার করে তালেবান যা করছে সেটা ইসলাম কখনোই সমর্থন করেনা। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা নিষ্পাপ শিশুদের নির্মমভাবে হত্যা করে তারা ইসলামের বন্ধু হতে পারেনা।