ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জলদস্যুর কবলে এমভি আব্দুল্লাহ

নাবিক নাজমুলের জিম্মির খবরে অজ্ঞান হয়ে হাসপাতালে বাবা-বোন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২৪

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি পণ্য বহনকারী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিকের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নাজমুল হক (২৩)। একমাত্র ছেলের এমন বিপদের কথা শুনে হৃদরোগে আক্রান্ত বাবা আবু সামা (৫৯) ও বোন লিপি খাতুন (৩৩) অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন নাবিক নাজমুলের মা নার্গিস খাতুন।

বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চরনুরনগর গ্রামে নাজমুলের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

jagonews24

ছেলে নাজমুলকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আকুতি জানিয়ে মা নার্গিস খাতুন জাগো নিউজকে বলেন, “ছেলে রাত ১১টার দিকে কল দিয়ে কয়, ‘মা, আমাদের ২৩ জনকে আটকে রেখেছে। আমাদের জন্য দোয়া করো’। এই বলে ও ফোন কেটে দেয়।”

নাজমুলের বাল্যবন্ধু কাউসার আলী ইমন জাগো নিউজকে বলেন, ‘আমরা ২০১৯ সালে একসঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এরপর নাজমুল জাহাজে চাকরি নেয়। গতবছরের ৩১ ডিসেম্বর থেকে এমভি আবদুল্লাহ জাহাজে কাজ শুরু করে।’

jagonews24

প্রতিবেশী রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘অনেক কষ্টে নাজমুলের এ চাকরি হয়েছিল। এতে ভালোই চলছিল ওদের সংসার। কিন্তু হঠাৎ এমন খবরে ওর বাবা আজ সকাল ১০টার দিকে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবার অজ্ঞান হওয়ার পর মেয়ে লিপিও অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার জাগো নিউজকে বলেন, ‘এক ভাই এক বোনের মধ্যে নাজমুল ছোট। সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। তার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। বোনেরও বিয়ে হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নাজমুল। তার কিছু হয়ে গেলে তাদের আর চলার উপায় থাকবে না। এজন্য সরকারের কাছে দাবি, নাজমুলসহ সবাইকে যেন জিম্মিদশা থেকে দ্রুত মুক্ত করে আনা হয়।’

এম এ মালেক/এসআর/জিকেএস

টাইমলাইন

  1. ১২:১৬ পিএম, ২৯ মার্চ ২০২৪ মুক্তিপণের বিষয়ে এখনো কথা হয়নি: কবির গ্রুপ
  2. ০৩:৩৯ পিএম, ১৮ মার্চ ২০২৪ জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
  3. ০৯:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৪ জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ
  4. ০১:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৪ ভারতীয় নেভির অপারেশন নিয়ে যা জানালো দ্য হিন্দু
  5. ০৮:৩০ এএম, ১৬ মার্চ ২০২৪ জিম্মি জাহাজসহ নাবিকদের দ্রুত মুক্ত করার চেষ্টা করছে সরকার
  6. ১২:০০ এএম, ১৬ মার্চ ২০২৪ ৫০ নটিক্যাল মাইল উত্তরে সরানো হলো এমভি আবদুল্লাহকে
  7. ১০:১২ পিএম, ১৫ মার্চ ২০২৪ জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ
  8. ০৫:১৫ পিএম, ১৪ মার্চ ২০২৪ ‘এমভি আবদুল্লাহকে’ অনুসরণ করছে ইইউয়ের যুদ্ধজাহাজ
  9. ১২:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২৪ বাংলাদেশি নাবিকদের উদ্ধারের চেষ্টা, গুলি বিনিময়
  10. ১২:৩১ পিএম, ১৪ মার্চ ২০২৪ বাংলাদেশি জাহাজটি এখন সোমালিয়ার গারাকাড উপকূলে
  11. ১১:২৮ এএম, ১৪ মার্চ ২০২৪ আইনুল ও শাকিলকে জীবিত ফিরে পেতে পরিবারের আকুতি
  12. ০৯:১০ এএম, ১৪ মার্চ ২০২৪ কান্না থামছে না ফাইটার সালেহ আহমদের তিন মেয়ের
  13. ০৯:৪৬ পিএম, ১৩ মার্চ ২০২৪ নাবিক নাজমুলের জিম্মির খবরে অজ্ঞান হয়ে হাসপাতালে বাবা-বোন
  14. ০৮:৫১ পিএম, ১৩ মার্চ ২০২৪ সোমালি জলদস্যু কারা, তারা কতটা শক্তিশালী?
  15. ০৬:১৫ পিএম, ১৩ মার্চ ২০২৪ কেএসআরএম অফিসে ভিড় করছেন স্বজনরা, যে কোনো মূল্যে উদ্ধারের আশ্বাস
  16. ০৬:০৩ পিএম, ১৩ মার্চ ২০২৪ একমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন বাবা-মা, বন্ধ খাওয়া-দাওয়া
  17. ০৪:১১ পিএম, ১৩ মার্চ ২০২৪ নাবিক রাজুর বাড়িতে কান্নার রোল, বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা
  18. ০৩:১৪ পিএম, ১৩ মার্চ ২০২৪ একমাস আগে হারিয়েছেন স্বামীকে, এখন ছেলের জন্য কাঁদছেন অঝরে
  19. ০৩:০১ পিএম, ১৩ মার্চ ২০২৪ জিম্মি নাবিকদের সুস্থ ফেরত আনতে আমরা বদ্ধপরিকর
  20. ০২:৪১ পিএম, ১৩ মার্চ ২০২৪ জাহাজে খাবার আছে ২৫ দিনের, পরিবহনরত কয়লা নিয়ে শঙ্কা
  21. ১২:৪১ পিএম, ১৩ মার্চ ২০২৪ বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে, দায়িত্ব নেবে অন্য জলদস্যুরা
  22. ১২:৩৫ পিএম, ১৩ মার্চ ২০২৪ টাকা না দিলে মেরে ফেলবে, শুনে মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী
  23. ১২:২৮ এএম, ১৩ মার্চ ২০২৪ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লায় জিম্মি যারা
  24. ০৯:৩৭ পিএম, ১২ মার্চ ২০২৪ পরিবারের খোঁজ নিও, বেঁচে এলে দেখা হবে ইনশাআল্লাহ
  25. ০৮:১৭ পিএম, ১২ মার্চ ২০২৪ জলদস্যুরা সোমালিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশি জাহাজ
  26. ০৫:১৫ পিএম, ১২ মার্চ ২০২৪ সোমালিয়ান জলদস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি