বরিশালে জাতীয় বিতর্ক উৎসব শুরু শনিবার
‘মুক্তির পথে অবিরাম’ এ প্রতিবাদ্য নিযে বরিশাল নগরীতে শনিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপি ‘প্রথম জাতীয় বিতর্ক উৎসব ও প্রতিযোগীতা’।
বরিশাল ডিবেটিং সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে।
সদর রোড অশ্বিনী কুমার হলে শনিবার সকালে বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
সিটি মেয়র আহসান হাবীব কামাল পরদিন রোববার উৎসবের উদ্বোধন করবেন। একইদিন বিকেলে সমাপনি উৎসবে পুরস্কার বিতরণ করবেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এমপি।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিতর্ক উৎসব ও প্রতিযোগীতা উদযাপন পরিষদের আহ্বায়ক এম,এ মাসুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতকার্কিরা এ উৎসবে অংশগ্রহণ করবেন। প্রথমবারের মতো বরিশাল ডিবেটিং সোসাইটি এ ধরনের উৎসবের আয়োজন করেছে। সংসদীয় বিতর্ক, বারোয়ারী বিতর্কসহ বিভিন্ন রকমের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এ উৎসবে।