ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাতার থেকে উড়ে এসে প্রেমিককে বিয়ে করলেন ফিলিপিনো তরুণী

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৬ মার্চ ২০২৪

কাতার থেকে উড়ে এসে বাংলাদেশি প্রেমিককে বিয়ে করলেন জুবেলিন নামের ফিলিপাইনের এক তরুণী। মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এফিডেভিট করে ইসলাম ধর্মগ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয় জান্নাত রহমান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু। চাকরির সুবাধে পাঁচ বছর আগে সেখানে জুবেলিনের সঙ্গে তার পরিচয় হয়। সে পরিচয় এক সময় পরণিয়ে রূপ নেয়। সম্প্রতি মিশু দেশে চলে আসলে গত ৪ মার্চ ওই তরুণীও বাংলাদেশে চলে আসেন। পরদিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই তরুণী। একই দিন তাদের বিয়ে হয়।

ফিলিপাইনি তরুণী জুবেলিন ওরফে জান্নাত রহমান বলেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে। শ্বশুরবাড়ির স্বজনদের আন্তরিকতায আপ্লুত আমি।

আশিকুর রহমান মিশু বলেন, আমাদের মধ্যে প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক। কয়েকদিন আগে আমি দেশে ছুটিতে আসি। কিন্তু সে আমাকে ছাড়া থাকতে পারছিল না। সোমবার সে বাংলাদেশে চলে আসে। পরদিন আমরা বিয়ে করি।

আশিকুর রহমানের চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশি নব বধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। ছেলের সুখেই আমরা সুখি। ভিনদেশি মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়ে আমরা তাকে রাখবো।

ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, মিশুদের পরিবারকে আমি চিনতে পেরেছি। তবে বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তিনি বিদেশি কোনো মেয়েকে বিয়ে করেছেন কিনা তা জানি না। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেব।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম