ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইল

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৩ মার্চ ২০২৪

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের লিয়াকত শেখ সমর্থিতদের সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিতদের বিরোধ চলে আসছে। দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তামিম, শামীম, জিহাদ, মরিয়ম বেগমসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

jagonews24

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস