ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে জামিনে মুক্ত বিএনপির ৬৫০ নেতাকর্মীকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৫০ পিএম, ০২ মার্চ ২০২৪

সিরাজগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮ ইউনিটের সদ্য জামিনে মুক্তিপ্রাপ্ত ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে বিএনপি। শনিবার (২ মার্চ) বেলা ১১টায় শহরের ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদল সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জে জামিনে মুক্ত বিএনপির ৬৫০ নেতাকর্মীকে সংবর্ধনা

প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, এ আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে।

দলীয় সূত্র জানায়, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মী কারাবন্দি হয়েছিলেন। সম্প্রতি তারা জামিনে মুক্ত হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এম এ মালেক/আরএইচ/এমএস