ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে মিললো অঙ্গার মরদেহ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০১:৪০ পিএম, ০১ মার্চ ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরিষাক্ষেত থেকে তোফাজ্জল হক (৪০) নামে এক ভ্যানচালকের অঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরমের ঘাটের ওপারে একটি সরিষার জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তোফাজল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চক-বহরম হঠাৎপাড়া গ্রামের মৃত ইসমাইল হকের ছেলে।

মোফাজ্জল হকের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, রাতে বাড়িতেই ছিলেন আমার ভাই। হঠাৎ মুঠোফোনে একটি কল আসে। এতে বাড়ি থেকে বের হয়ে যান মোফাজ্জল। এ সময় স্বজনদের বলে যান তার আসতে একটু দেরি হবে। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকাল আমরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করছিলাম। এই সময় খবর আছে পাশের একটি সরিষাক্ষেতে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।

তিনি বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা এমন কাজ করেছে আমরা বুঝে উঠতে পারছি না।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হবে।

সোহান মাহমুদ/এফএ/এমএস