গদখালীতে টিকটক করার সময় থ্রিসিক্সটি ডিগ্রি মেশিন জব্দ
ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীতে অশালীনভাবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করার সময় থ্রিসিক্সটি ডিগ্রি মেশিন (ফটো বুথ) জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে পানিসারা ফুল মোড় এলাকা থেকে টিকটক করার সময় মেশিনটি জব্দ করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি অসামাজিক ও অশালীন কিছু কার্যকলাপের জন্য এখানকার পরিবেশ ও ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। থ্রিসিক্সটি ডিগ্রি মেশিনের মাধ্যমে বিভিন্ন টিকটক ভিডিও বানিয়ে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হচ্ছিল, যা গদখালীর সুনামকে নষ্ট করছিল। আজ অভিযান চালিয়ে টিকটকে ব্যবহৃত মেশিন জব্দ ও সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, বোরকা পরিহিত অবস্থায় থ্রিডি স্ট্যান্ডে টিকটক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা হয়েছে। এ ধরনের কোনো কার্যকালাপ যাতে না হয় সেজন্য আমাদের নজর থাকবে।
মিলন রহমান/এসআর/এমএস