১০ টাকায় রাজসিক বাজার
১০ টাকার টোকেনে এক থেকে দেড় হাজার টাকার বাজার করার সুযোগ পেলো রাজবাড়ীর সুবিধাবঞ্চিত ২১০টি পরিবার। চাল, ডাল, তেল, ছোলা, আটা, নুডলস, লবণ, চিনি, মাছ, মুরগি, টি-শার্ট, খাতা-কলমসহ নির্দিষ্ট ১৬টি পণ্যের মধ্যে ১০টি পণ্য কেনার সুযোগ পান তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা সুলতানা, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।
১০ টাকার টোকেনে তিন কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি লবণ, দুই কেজি আটা, এক ডজন ডিম, এক কেজি সুজি, এক কেজি চিনি, এক প্যাকেট নুডলস, এক লিটার তেল, একটি মুরগি, একটি মাছ, একটি কাপড়, একটি টি-শার্ট, এক জোড়া স্যান্ডেল ও একটি করে খাতা-কলমসহ ১৬টি পণ্যের মধ্যে ১০টি কেনার সুযোগ পান সুবিধাবঞ্চিতরা।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, রমজানের আগে দেশে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এতে চিন্তিত হয়ে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ। সেদিক বিবেচনা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন ত্রাণ তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় রমজান উপলক্ষে এবার সারাদেশে প্রায় ২০ হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে ১০ টাকায় বাজার করার সুবিধা দেওয়া হচ্ছে। আজ রাজবাড়ীতে ২১০টি সুবিধাবঞ্চিত পরিবার মাত্র ১০ টাকায় তাদের পছন্দমতো বাজার করতে পেরেছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিত্তবানরা সুপারশপে গিয়ে যেভাবে কেনাকাটা করেন, সেভাবে সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যানন্দ রাজসিক বাজারের ব্যবস্থা করেছে। এ উদ্যোগ প্রশংসনীয়।
রুবেলুর রহমান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন