ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উরসের মেলায় অশ্লীল নৃত্য, বন্ধ করলো প্রশাসন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:২৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফরিদপুরের সালথায় উরসকে কেন্দ্র করে তিন দিনব্যাপী চলা মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে। একইসঙ্গে মাদক ও জুয়ার আসর বসার অভিযোগ করেন স্থানীয়রা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে সালথা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেলা বন্ধ করে দেয়। এর আগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত মেলা চলার কথা ছিল। উপজেলার মাঝারদিয়ার খলিশপট্টির হাজী বাড়ির আঙিনায় এ মেলার আয়োজন করা হয়।

মেলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, সালথার খলিশপট্টি এলাকার হযরত শাহ সুফি মাওলানা খাজা মদন হাজীর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করা হয়। বেশকিছু অভিযোগ পেয়ে ওই মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এসআর