বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন ব্র্যাক কর্মী
দিনাজপুরের বিরামপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্র্যাকের কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের বাড়ি রংপুরের নাগেশ্বরী এলাকায়। তিনি ব্র্যাকের নওগা একটি শাখার কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এস আই) আব্দুর রশিদ জানান, সন্ধ্যায় নগরবাড়ি থেকে পলক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে দিনাজপুর যাচ্ছিলো। একই সময় রংপুর থেকে ফুলবাড়ি হয়ে বিরামপুর দিকে একটি মোটরসাইকেল নিয়ে মিজানুর আসছিলেন। পথে চন্ডিপুর এলাকার গাড়ীদুটি মুখোমুখি সংঘর্ষে মিজানুর ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহত ব্যক্তি ব্র্যাকের নওগাঁ এলাকায় একটি শাখায় কর্মরত ছিলেন বলে জানতে পেরেছি। মরদেহ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
মো. মাহাবুর রহমান/এনআইবি/জেআইএম