ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর

বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে আহত ২০

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের মথুরাপুর গ্রামের জবাইদুর রহমানের স্ত্রী আকলিমা আকতার (৪২), একই এলাকার বেগুনবাড়ী গ্রামের মহেনের ছেলে শংক উদীপ (৭০), রানীগঞ্জ গ্রামের মঙ্গলের স্ত্রী পুতুল (২৮), পঞ্চগড় জেলার হালুয়াপাড়া গ্রামের মাহাবুবের কন্যা মিনতি (৩০), একই এলাকার সোনারবাগ গ্রামের মো. আমজাদের কন্যা হাবিবা (১০), দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার মৃত দানেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৫৬), একই এলাকার বাঁশেরহাট গ্রামের মো. শামসুল (৩৫), খানসামা উপজেলার বাসিন্দা গোলাপী (২০), লিপি (৫০), আমেনা (১৩), বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের লামিয়া আকতার (১০), সামিয়া আকতারসহ (৭০) ২০জন আহত হন।

বীরগঞ্জ থানার এসআই মিস্টার আলী জানান, বিকেলে তহমিনা পরিবহনের একটি বাস (সিলেট-জ ১১-০২৯১) ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বাদিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আনুমানিক ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বাস উল্টে সড়কের পাশের খাদে বাস, আহত ২০

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আব্দুর রৌফ জানান, ঘটনাস্থল হতে ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. অমৃত সরকার জানান, এখন পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত বাস উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম