ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুদি দোকানে নিষিদ্ধ কোমলপানীয়, ৪০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

দিনাজপুরের হাকিমপুরে আমদানি নিষিদ্ধ কোমলপানীয় বিক্রির অভিযোগে শরিফুল ইসলাম নামের এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করেন।

মুদির দোকানে নিষিদ্ধ কোমল পানীয়, ৪০হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজারে মুদি দোকানে নিষিদ্ধ কোমলপানীয় বিক্রি হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এসময় শরিফুল ভ্যারাইটিজ নামের দোকানে বেশকিছু নিষিদ্ধ কোমলপানীয় পাওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অমিত রায় জাগো নিউজকে বলেন, আমদানি নিষিদ্ধ কোমলপানীয় রাখার অভিযোগে মুদি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. মাহাবুর রহমান/এনআইবি/এমএস