ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে তিন ঘণ্টায় ঝরলো রেকর্ড পরিমাণ বৃষ্টি

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

সিলেটে মাত্র তিন ঘণ্টায় এ মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ ফেব্রুযারি) সকাল ৬টা পর্যন্ত ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সিলেটে তিন ঘণ্টায় ঝরলো রেকর্ড পরিমাণ বৃষ্টি

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর পরের তিন ঘণ্টয় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টার হিসাবে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, গত দুইদিন থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা তিন ঘণ্টার হিসাবে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি।


আহমেদ জামিল/এফএ/জিকেএস