জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবিতে আবু হোসাইন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজা টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে আমিনা বেগম পলাতক। বাকি চার আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ২৫ মার্চ সকালে আবু তাহেরকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন আসামিরা। এসময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর করেন এবং গুরুতর আহত করে পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আবু হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় তার বাবা আবু তাহের ওই বছরের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।
এসআর/এএসএম