ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

থানচিতে ট্রাকে আগুন দিলো সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মাণের পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয় সূত্রে জানা যায়, বাকলাই ১১ কিলো এলাকায় একটি হিনো ডাম্পার ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

থানচি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, কেএনএফ সদস্যরা এ ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস