ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগতযোগ্যতা স্নাতক নির্ধারণ করে আইন হচ্ছে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতাও ন্যূনতম স্নাতক নির্ধারণ করে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। তবে যাদের অভিজ্ঞতা ন্যূনতম পাঁচবছর বা তদূর্ধ্ব তাদের জন্য এটা শিথিলযোগ্য।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

jagonews24

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের নানা সমস্যার কথা জানি। বঙ্গবন্ধু যখন প্রেস কাউন্সিল গঠন করেন তখন থেকে উদ্দেশ্য ছিল এটি সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করবে। তাদের দুঃখ-কষ্টের কথা ভাববে। সে লক্ষ্যে প্রেস কাউন্সিল যথেষ্ট কাজ করছে।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন ও জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।


মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস