ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে ছয় ইটভাটা বন্ধ, ৩৪ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

টাঙ্গাইলের ধনবাড়ীতে ছয়টি ইটভাটা বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযান চালিয়ে এ আদেশ দেন।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, ছাড়পত্র না থাকায় মেসার্স এমএমবি ব্রিকস পাঁচ লাখ টাকা, মেসার্স আকাশ এন্টারপ্রাইজ ছয় লাখ টাকা, মেসার্স নবাব ব্রিকস ছয় লাখ টাকা, মেসার্স সাবিব ব্রিকস পাঁচ লাখ টাকা, মেসার্স জননী ব্রিকস ছয় লাখ টাকা এবং মেসার্স রাজীব এন্টারপ্রাইজের মালিককে ছয় লাখ টাকা জারিমানা করা হয়। এছাড়া এসব ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরিফুর রহমান টগর/আরএইচ/এমএস