ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্নতে খতনা

জামাই সেজে ঘোড়ার গাড়িতে পুরো গ্রাম ঘুরলো দুই ভাই

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

ঘোড়ার গাড়িতে বসে আছে দুই ভাই আতিক ও সোহান। আতিকের বয়স ছয়, সোহানের চার বছর। দুজনেরই মাথায় পাগড়ি। পরনে পাঞ্জাবি-পায়জামা। গলায় পরেছে মালা। জামাই সাজে ঘোড়ার গাড়িতে করে দুই ভাই ঘুরেছে সারা গ্রাম।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ঢেকিয়া গ্রামের আলাদিন মিয়া তার দুই ছেলের সুন্নতে খতনায় এমনই ব্যতিক্রমী আয়োজন করেছেন। শুধু তাই নয়, বাদ্যের তালে তালে চলে লাঠিখেলা। যা দেখতে বাড়ির সামনে ভিড় করেন এলাকার মানুষ।

ধুলজুরী গ্রামের কিশোর রিয়াদ বলে, ‘আগে একসঙ্গে লাঠিখেলা আর ঘোড়ার গাড়ি দেখিনি। আলাদিন মিয়ার দুই ছেলের সুন্নতে খতনায় এমন আয়োজন দেখে অনেক ভালো লেগেছে।’

এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা এখন বিলুপ্তির পথে। এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই আনন্দদায়ক।

এ দুই শিশুর দাদা শামসুদ্দিন কবিরাজ বলেন, সুন্নতে খতনার অনুষ্ঠানটি যাতে আমার নাতিরা মনে রাখতে পারে, তাই এমন ব্যতিক্রমী আয়োজন করেছি। এলাকার লোকজনও এগুলো দেখে আনন্দ পেয়েছেন।

এসকে রাসেল/এসআর/এএসএম