ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালীর গলাচিপায় ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক সড়কের বাদুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাহাত (২০) ও বেলাল (২২)। তাদের বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাসটি গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি বাদুরা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসের চালক, হেল্পারসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এএইচ/এএসএম