ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ

পোশাকশ্রমিককে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় আশরাফুল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর নিজ বাসায় বালিশচাপা অবস্থায় নিহত নারী শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। এ ঘটনায় নিহতের বড় বোনের জামাই মশিউর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ধর্ষণের পর হত্যার ঘটনায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জিকেএস