ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাইকারীর হাতে প্রাণ গেলো ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারের মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, কংগাই থেকে রিকশায় করে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে যাচ্ছিলেন আব্দুল ও জসিম নামের আরেকজন। পথে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় কুদ্দুস টাকা দিতে না চাইলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস