ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সফারি পার্কে পাঠানো হলো মেছো বাঘের দুই বাচ্চা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

কক্সবাজারের টেকনাফ থেকে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার করেছে উপকূলীয় বন-বিভাগ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে টেকনাফের সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের আচারবুনিয়ার একটি স’মিল থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়। পরে বাচ্চা দুটি চকরিয়া ডুলাহাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আচারবুনিয়া ওয়াজ করিম নামে এক শ্রমিক সকালে স’মিলে কাজ করতে যায়। এসময় গাছের পাশে একটি বড় মেছো বাঘ তার দুই ছানাসহ দেখতে পেয়ে বাঘের কাছে যাওয়ার চেষ্টা করে। এসময় মা মেছো বাঘটি পালিয়ে গেলেও বাচ্চা দু’টি ধরে ফেলে। পরে মেছো বাঘের বাচ্চা দু'টি উদ্ধার করে বিকেলে চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।

বঙ্গবন্ধু সফারি পার্কে পাঠানো হলো মেছো বাঘের দুই বাচ্চা

তিনি আরও বলেন, হয়তো খাবারের সন্ধানে বাচ্চা নিয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ে বাঘটি।

এএইচ/জেআইএম