ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা

ছাড়পত্রবিহীন তিন ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:০১ এএম, ৩১ জানুয়ারি ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাড়পত্রবিহীন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে রংপুর পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান।

ইটভাটাগুলো হলো- গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকার নজেল মিয়ার এমসিবি ব্রিকস, পাশের বাদশা মিয়ার বিবিএফ ব্রিকস ও দোকানঘর এলাকার টিপিএল ব্রিকস। এরমধ্যে এমসিবি ব্রিকসকে ৮ লাখ, টিপিএল ব্রিকসকে ৭ লাখ ও বিবিএফ ব্রিকস থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটাগুলোকে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শামীম সরকার শাহীন/এফএ/জেআইএম