শীতে ভাঙলো রেললাইন, অল্পের জন্য রক্ষা পেলো বরেন্দ্র এক্সপ্রেস
রাজশাহীতে তীব্র শীতে ভেঙে গেছে রেললাইন। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে আড়ানী স্টেশন ত্যাগ করে। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল ট্রেনটি। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি।
তিনি আরও বলেন, রেললাইন ঠিক করা হয়েছে। ট্রেন চলাচলও শুরু হয়েছে। শীতের কারণেই বেশি লোড নিতে না পেরে লাইন ভেঙে যায়। দ্রুত এটি ঠিক করা হয়েছে।
সাখাওয়াত হোসেন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেতন দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধে বেক্সিমকোর শ্রমিকরা
- ২ খাসিয়াদের পানে সিন্ডিকেটের থাবা, অর্থ সংকটে বন্ধ বর্ষবরণ অনুষ্ঠান
- ৩ মিছিলে ৯ জনকে হত্যা: হবিগঞ্জে বরখাস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ৪ আড়াইহাজারে বাজারে আগুন, কয়েক কোটি টাকা ক্ষতি দাবি
- ৫ কমিটি নিয়ে দ্বন্দ্বে চাঁদপুরে দুই কলেজে পাঠদান বন্ধ